সোনাতলায় সাত মাসে ৫৮টি অগ্নিকান্ড ক্ষয়ক্ষতি সাড়ে পঁচিশ লাখ টাকা
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদতা মোশাররফ হোসেন) : সোনাতলায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ৫৮টি অগ্নিকান্ড ঘটনায় নগদ টাকাসহ প্রায় সাড়ে পঁচিশ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল রানা জানান গত জানুয়ারি মাসে ১২টি স্থানে অগ্নিকান্ডে পাঁচলাখ আটহাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার করা হয় সাতলাখ ত্রিশহাজার টাকার মালামাল। ফেব্রুয়ারি মাসে ১২টি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে তিনলাখ সত্তর হাজার টাকা। উদ্ধার করা হয় এগারো লাখ টাকার মালামাল। মার্চে ১২টি অগ্নিকান্ডে একলাখ সাতচল্লিশ হাজার ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার করা হয় তিনলাখ টাকার মালামাল। এপ্রিলে অগ্নিকান্ড ঘটে ১০টি। এতে ক্ষয়ক্ষতি হয় এগারো লাখ বত্রিশ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয় চৌত্রিশ লাখ টাকার মালামাল। মে মাসে ৫টি অগ্নিকান্ডে চল্লিশহাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার করা হয় একলাখ টাকার মালামাল। জুন ও জুলাই মাসে ৭টি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয় তিনলাখ পঞ্চাশ হাজার টাকা। আর উদ্ধার করা হয় আটলাখ দশহাজার টাকার মালামাল। আগস্ট মাসে কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরো জানান অগ্নিকান্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে ৪টি মহরা, ৩টি গণসংযোগ (হাট-বাজার ও লোকালয়ে) ও প্রতি মাসে ৬০ জন করে ছাত্র-ছাত্রীকে ফায়ার সার্ভিস বিষয়ে জ্ঞানদান করা হয়।