খেলাধুলাবগুড়া জেলার সংবাদবগুড়া সদর
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট আজকের খেলায় সারিয়াকান্দি জয়ী
বগুড়া সংবাদ ডট কম :অদ্য ২২/০৯/২০১৯, সকাল ৯.৩০ মিঃ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯” এর আজকের খেলায় সারিয়াকান্দি উপজেলা ২-১ গোলে বগুড়া সদর পরাজিত করে। খেলার ১ম অর্ধে সারিয়াকান্দির কাউছার গোল করে দলকে এগিয়ে নেয়, ২য় অর্ধের শুরুতেই সদরের রানু গোল করে দলকে সমতায় ফেরায়, খেলার শেষ
মুহুর্তে শিশির আরও একটি গোল করে দলের জয় সুনিশ্চিত করে।