বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে খান্দার এলাকায় বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। এ টুর্ণামেন্টের প্রথম দিনে দুপচাঁচিয়া বনাম আদমদিঘী উপজেলা দল অংশ গ্রহন করেছে। এ খেলায় দু দলের বিদেশী খেলোয়াড় খেলছেন।এ টুর্ণামেন্টের বর্ণিল বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: ফয়েজ আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, টুর্ণামেন্ট আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও শাজাহানপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু ,টুর্ণামেন্টের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, আদমদিঘী উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,দুপচাচিয়াউপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক ফজলু, গাবতলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোমিনুল হক শিলু, সহ ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় –আদমদিঘী কে ২শূন্য গোলে পরাজিত করে দুপচাচিয়া।