বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বিশ্ব নদী দিবস উপলক্ষে বগুড়ায় বাপার মানববন্ধন
বগুড়া সংবাদ ডট কম : নদী একটি জীবন্ত এর আইনী অধিকার নিশ্চিত করুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ায় পালিত হলো বিশ্ব নদী দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) বগুড়া জেলা শাখা শনিবার সকালে বগুড়া শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তার বলেন, বগুড়ার করতোয়া নদীসহ দেশের সকল নদীর জীবন স্বত্তা ফিরিয়ে দিতে হবে। করতোয়া নদী দখল মুক্ত করতে হাইকোটের আদেশ বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে করতোয়া নদী দখল মুক্ত না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি আনোয়ারুল করিম দুলাল, সাধারন সম্পাদক জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, আব্দুর রউফ খান, হুমায়ন তুহিন প্রমুখ।