বগুড়া জেলার সংবাদবগুড়া সদরবিনোদন
বগুড়ায় এবিসি এক্সক্লুসিভ ডিস্টিবিউটর এর হালখাতা অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডট কম : শনিবার বগুড়া বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আবুল খায়ের স্টীল মিল গরু মার্কা ঢেউ টিন এর এক্সক্লুসিভ ডিস্টিবিউটর মের্সাস আবু বক্কর সিদ্দিক এর হালখাতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের ডিজিএম মাসুদ আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিজিওনাল ইনচার্জ জাহিদ সাজ্জদ চৌধুরী রিংকু, এরিয়া ইনচার্জ মোঃ আসাদুজাজামান চৌধুরী, এ্যাসিসন্টে ম্যানেজার হাবিব মাসুদ, জাহাঙ্গীর আলম, এরশাদ চৌধুরী, এবিসি এক্য্রক্লুসিভ ডিস্টিবিউটর এর পরিচালক জাকির হোসেন, আরিফ হোসেন রেজওয়ান। এর ছাড়া উত্তরবঙ্গের ডিলার বৃন্দ হালখাতা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। মধ্যান্ন ভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিশেন করেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী রিংকু।