শিবগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবীতে তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক
কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। ২১ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার আমতলি বন্দরে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ মতিয়ার রহমান মতিনের নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। মানবন্ধনে নেতাকর্মীরা জানান, সম্প্রতি বগুড়া জেলা বিএনপির শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। সেই কমিটি সমঝোতার মাধ্যমে না হয়ে এক ব্যক্তি ইচ্ছার প্রতিফলণ স্বরূপ করা হয়েছে, যার সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কোন সম্পৃক্তাইু নাই। নেতাকর্মীরা অচিরেই উক্ত কমিটি বাতিলের জোড় দাবী জানান এবং এব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-দৃষ্টি কামনা করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ড্যাবের সদস্যের ড. আশিক মাহমুদ স্বাধীন, পিরব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দেউলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর, রব্বানী, এমদাদুল হক, ইউপি সদস্য সুজা, ধলু, উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম স্বাধীন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রদল নেতা সৈকত, জিকো, আরমান, চাঁন, সাগর, মিজান, অনিক সহ ইউনিয়ন পর্যায়ের সাবেক সভাপতি-সাধারণসম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ।