কৃষকদের সামর্থ বাড়ানোর জন্য বর্তমান সরকার সকল সুযোগ সুবিধা প্রদান করছেন ……অতিরিক্ত সচিবঃ ড.আব্দুর রৌফ
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :কৃষিকে লাভজনক করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে ট্রাইকোকম্পোস্ট হাব তৈরি করার জন্য ব্যাপক সহযোগীতা করছে। এ সার তৈরি করে কৃষকেরা তাদের চাহিদা পূরণ করে অন্যত্রে বিক্রি করে লাভবান হচ্ছে। কৃষিকে উন্নয়ন করার জন্য বর্তমান সরকার ও মাননীয় কৃষি মন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে , দেশের উন্নয়ন হলে আমাদের সকলের উন্নয়ন হবে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের লাহাড়ীপাড়া ইউনায়নের দিঘলকান্দী ( রোকনগাড়ী) গ্রামে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম – ফেজ প্রজেক্টের অর্থায়নে এ আইএফ -২ এর আওতায় ট্রাইকোকোম্পোস্ট হাব এর উদ্বোধন কালে উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার কৃষিবীদ নিখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ড. আব্দুর রৌফ, অতিরিক্ত সচিব( পিপিসি) সম্প্রসারণ -৩ অধি শাখা কৃষি মন্ত্রনালয়। সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ড.রতন চন্দ্র দে, পরিচালক, পি আই ইউ এন এটিপি-২ ডিএই, ঢাকা,উপপরিচালক বগুড়া সদর উপজেলার কৃষিবিদ এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ ইসমত জাহান, গাবতলী উপজেলা কৃষিবিদ সৌরভ হোসেন, খন্দকার আবু বক্কর সিদ্দিক, এনামুল হক, অপূর্ব রায়, লাহিড়ীপাড়া ইউনিয়নের লীফ টিপু সুলতান সেকুল, শহিদুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম সহ অত্র এলাকার কৃষক / কৃষাণী বৃন্দ।