স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা, হয়রানী ও মানষিক নির্যাতন থেকে রক্ষা পেতে চায় বগুড়া সদরের লাহিড়ীপাড়ার রাশেদুল ইসলাম
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা,হয়রানী ও মানষিক নির্যাতন থেকে রক্ষা
পেতে চায় রাশেদুল ইসলাম। শনিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেস ক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রোকনগাড়ী গ্রামের মৃত শুকুর আলীর পুত্র রাশেদুল ইসলাম। এসময় তিনি বলেন, আমি শিবগঞ্জ উপজেলার পলিপাড়া গ্রামের আজিজের কন্যা আফরিন আক্তার রাখিকে গত ২০০৬ ইং সালে ৮০১০১ টাকা মোহরানা বেধে বিবাহ করি। বিবাহের পর তার ঘরে জন্ম গ্রহণ করে পর পর ২ জন কন্যা ও ১ জন পুত্র সন্তান। সংসার ভালই চলছিল। দুঃখ জনক হলেও সত্য যে,তার স্ত্রী তার বাবা মায়ের কু -পরামর্শে মাঝে মধ্যেই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সে আমার সাথে অশালিন আচরণ ও গালিগালাজ করে। তার আচরণে অতিষ্ট হয়ে আমি ও আমার পরিবারের লোকজন তার পরিবারের লোকজন নিয়ে ২১/৪/১৭ ইং তারিখে তার সমস্ত দেন মোহরনা ও তিন মাসের খোরপোষ সহ এক লক্ষ বিশ হাজার টাকা পরিশোধ করিয়া আপোষ তালাক হয়। বেশ কয়েকমাস পর আমার ছেলেমেয়েদের কথা চিন্তা করে আবারও দুই লক্ষ টাকা মোহরানা করে তাকে পুনরায় বিবাহ করে বাড়ী নিয়ে আসি। কিছুদিন যেতে না যেতেই সে পুর্বের ন্যায় আচরণ করে জানুয়ারী ২০১৯ ইং তারিখে বাবার বাড়ী চলে যায় এবং নিজে নিজে নিজের ক্ষতি সাধন করে হাসপাতালে ভর্তি হয়ে আমাকে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে খুন জখম ও আমার বিরুদ্ধে জেল খাটাবে বলে হুমকি দেয়। এব্যাপারে ২১/৯/১৯ ইং তারিখে বগুড়া সদর থানায় ১৪৩৯ নং একটি সাধারণ ডায়েরী করি। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তার স্ত্রীর পরিবারের হাত থেকে বিভিন্ন মিথ্যা মামলার থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট প্রশাসের নিকট আকুল আবেদন জানান।