শাজাহানপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে সুজাবাদ পূর্বপাড়া যুব সমাজ আয়োজিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিবাহিত দলকে ৩-১ গোলে পরাজিত করে অবিবাহিত দল জয়ী হয়েছে।
শনিবার বিকেলে সুজাবাদ আরএসবি ইট ভাটা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী খেলার উদ্বোধন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা সাজু আহম্মেদের সভাপতিত্বে এবং মঞ্জুরুল রহমান টিপুর সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক রুহুল আমিন, শিক্ষক শামছুর রহমান, বজলুর রশিদ শামীম, ইউপি সদস্য শাহিনুর বেগম, আবু জাফর, কৃষকলীগ নেতা আলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তাজনুর রহমান তাপস, বাকের হোসেন, আজাদুর রহমান, পারভেজ হোসেন পলাশ।