বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
বগুড়া সংবাদ ডট কম : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন বগুড়া ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দীন স্টেডিয়ামে, বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় বগুড়া সদর উপজেলা বনাম বগুড়া পৌরসভা খেলা গোলশুন্য ভাবে ড্র হয়। নির্দ্ধারিত সময়ের খেলা শেষে বগুড়া সদর উপজেলা বালিকা দল ট্রাইবেকারে ৩-০ গোলে বগুড়া পৌরসভাকে বালিকা দল কে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। বিকাল ৪.৩০ মিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে, বালক (অ-১৭) বিকালের খেলায় আদমদীঘি উপজেলা দল ২-১ গোলের ব্যবধানে শিবগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ উক্ত টুর্ণামেন্টের মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ান দল বগুড়া সদর উপজেলাকে চ্যাম্পিয়ান ট্রফি এবং রানাস আপ দল বগুড়া পৌরসভাকে রানাস আপ ট্রফি এবং ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন দল আদমদীঘি উপজেলাকে চ্যাম্পিয়ান ট্রফি এবং রানাস আপ দল শিবগঞ্জ উপজেলাকে রানাস আপ ট্রফি বিতরণ করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, বগুড়া সদর উপজেলার নির্বাহী অফিসার আজিজুর রহমান, আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্তি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাজু, সাজেদুর রহমান শাহিন, জুলফিকার রহমান শান্ত, বগুড়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা সহ প্রমুখ।