বগুড়া বেল্লাল স্মৃতি স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া দক্ষিন ধাওয়াপাড়া বেল্লাল স্মৃতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলীর ঘুনিয়াতলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগনেতা মাই টিভি বগুড়ার ব্যুরো প্রধান আলহাজ লতিফুল করিম। উদ্বোধক হিসেবে উপন্থিত ছিলেন শহর যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন প্রাং। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা আরিফুল ইসলাম সুমন, রুবেল সরকার, আবু বক্কর সিদ্দিক রাসেল, আলমগীর হোসেন, জহির রায়হান ফরহাদ, আবু শহিদ, আব্দুল মালেক, সাংবাদিক শাওন রহমান, অত্র ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল বাছির বাপ্পি, সাধারন সম্পাদক আব্দুর রশিদ শেখ, সাইদুল শেখ, রাজু শেখ প্রমুখ। ফাইনাল খেলায় কৈ পাড়া শেখ পাড়া যুব সংঘ এবং নারুলী সুলতান পাড়া যুব সংঘ মুখোমুখি অংশ গ্রহন করে।