বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া সদরের ৩টি ইউনিয়ন পরিষদে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
বগুড়া সংবাদ ডটকম : রবিবার সকাল ১০টায় বগুড়াসদর উপজেলার নামুজা, নুনগোলা, রাজাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল হোসেন, বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া সদর সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। এছায়াও উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাহবুর রহমান। ইউপি সদস্য হিসাব উদ্দিন (হিরু), আব্দুল বাছেদ, আব্দুস সামাদ, লুৎফর, মহিলা সদস্য মোরশেদা বেগম,রুবি আক্তার প্রমুখ।