কাহালুর নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :বগুড়ার কাহালুর নারহট্র ইউ পির চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাতীয় তৃনমূল প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় ইউনিয়নের স্থানীয় সরকারের সাথে একীভুত ও স্থানীয় সরকার ব্যবস্থা উন্নয়নে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনি বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহম্মেদ। ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারহট্র ইউ পি সদস্য চাঁন মিয়া সরকার (ধলু), তোতা মিয়া শাহানা, হাসনা বানু (পারুল), আঞ্জুয়ারা বেগম, মানবী এনজিও’র ফিল্ড সুপার ভাইজার সুজন কুমার রায়, নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এনজিডিও’র স্বেচ্ছাসেবক সুমন সরকার। বক্তারা ইউনিয়নের প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস প্রদান করেন এবং সংস্থার অফিসের সামনে ঢালু সিঁড়ি/র্যাম করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।