নন্দীগ্রামে ভাতিজার বউকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ভাতিজা বউকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে চাচা আব্দুল গাফফারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে চাচা পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অপর দিকে ধর্ষক দপ্তরী আলমগীর হোসেন বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে সুপারিশ করা হয়েছে। জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ডোমনা প্রামানিকের ছেলে আব্দুল গোফফার (৫৫) বিভিন্ন সময় এক গৃহবধুকে কু-প্রস্তার দিয়ে আসছিলেন। সম্পর্কে আব্দুল গোফফারের প্রতিবেশি ভাতিজার বউ। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে চাচা আব্দুল গোফফার ভাতিজা বউকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট চাচা পালিয়ে যায়। এরআগে গত শনিবার দুপুরে মিষ্টি খাওয়ানোর কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষন করে মাদরাসার দপ্তরী। এ সময় স্থানীয় জনতা দপ্তরী আলমগীর হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় মাজগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরী) আলমগীর হোসেন বাবলু’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে সুপারিশ করেছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।