fbpx
খেলাধুলাবগুড়া জেলার সংবাদবগুড়া সদর

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বগুড়া সংবাদ ডট কম : ১৯ সেপ্টেম্বর’২০১৯ খ্রি, বৃহস্পতিবার, সকাল ৯:৩০ মি.-এ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অধ্যক্ষ জনাব এ,টি,এম মোস্তফা কামালের সভাপতিত্বে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ নিজাম উদ্দীন, অধিনায়ক (পুলিশ সুপার) ৪ এপিবিএন বগুড়া ও সভাপতি গভর্ণিং বডি, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাইম, সহ-অধিনায়ক, ৪ এপিবিএন, বগুড়া, সহকারি পুলিশ সুপার জনাব আব্দুল হাই, ৪ এপিবিএন, বগুড়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ইনচার্জ জনাব মাহবুবা হক, শিফট ইনচার্জ জনাব মোঃ মাহফুজুর রহমান জুয়েল, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ফজলুল হক ও প্রভাতি শাখার ইনচার্জ জনাব রওশন আরা বেগম।
প্রথম পর্ব অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন মাননীয় প্রধান অতিথি।
দ্বিতীয় পর্ব প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভাষক জনাব নূর-ই-আলম সিদ্দিকী, মিসেস শামছুন নাহার ও জনাব আহারুল ইসলাম-এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি নবীনদের উপলক্ষে বলেন, তোমরা আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ আগামী দিনে উন্নত দেশ গড়ার লক্ষ্যে তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। আশা করি তোমরা সেভাবে নিজেকে প্রস্তুত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =

Back to top button
Close