fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট-এ তরুন চিকিৎসকদের সম্মাননা প্রদান

বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : মঙ্গলবার বগুড়া সদরের টিএমএসএস মেডিকেলের ডেন্টাল ইউনিটে “এ্যাপ্রিসিয়েশন গিভিং সেরেসনি টু প্রেজেন্টারস অব উইকলী সেমিনার” শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়। ডাঃ মোঃ মিফতাউল ইসলাম মিলনের সভাপত্বিতে অনুষ্ঠান শুরু হয়। উক্ত সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল তরুন চিকিৎসকদের সম্মাননা প্রদানের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। তাদের উচ্চশিক্ষা গ্রহন ও উন্নতমানের দন্ত চিকিৎসক হওয়ার জন্য অনুপ্রানিত করা হয়। সম্মেলনে ডেন্টাল ইউনিট এর ১৪ জন তরুন চিকিৎসকদের উপস্থপিত বিষয়ের আলোকে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন টিএম এস এস মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার, ডেন্টাল ইউনিট প্রধান, সেমিনার অর্গানাইজিং কমিটির সভাপতি ও সদস্য সচিব, ইন্টার্ন ডক্টরস কো-অরডিনেটর সহ বিভিন্ন স্তরের ডেন্টাল সার্জনবৃন্দ। অধ্যক্ষ মহোদয় তার বক্তৃতায় জানান, উত্তরবঙ্গের সবচেয়ে সুসজ্জিত ও আধুনিক সুবিধা সম্বলিত ডেন্টাল ইউনিটের এরকম আয়োজন তরুন চিকিৎসকদের চিকিৎসা সেবা ও উচ্চশিক্ষা সংস্লিষ্ট সকল পর্যায়ে সফল ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। সার্বিক তত্ববধানে ছিলেন ডাঃ মোঃ রুবায়েত আলম প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 13 =

Back to top button
Close