বগুড়ার কাহালুতে শিশু বলাৎকার মামলায় এক কিশোর গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু থানা পুলিশ ৫ বছরে শিশুকে বলাৎকার মামলায় এনামুল হক ফকির (১৫) নামক এক কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত এনামুল হক ফকির কাহালু উপজেলার কালাই পূর্ব কর্নিপাড়া গ্রামের মোজাম্মেল হক মোজাম ফকিরের পুত্র। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়,গত ১৭/০৯/১৯ইং তারিখে সকালে কাহালু উপজেলার কালাই পূর্ব কর্নিপাড়া গ্রামের ফজলুল হক ফকিরের ৫ বছরের শিশু পুত্র পার্শ্ববর্তী একটি চাতালে বেলুন উড়িয়ে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মোজাম্মেল হক মোজাম ফকিরের পুত্র এনামুল হক ফকির তাকে পার্শ্ববর্তী জমির আইলে নিয়ে গিয়ে বলাৎকার করে। বলাৎকার এর ফলে শিশুটির পায়ুপথে রক্তক্ষরন শুরু হলে সে বাড়ীতে এসে বাবা মাকে ঘটনা জানান। রক্তক্ষরন বন্ধ না হওয়ায় তাৎক্ষনিক পরিবারের লোকজন শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ঐ দিনেই থানায় মামলা দায়ের করেন। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাই কর্নিপাড়া এলাকা থেকে অভিযুক্ত এনামুল হক ফকিরকে গ্রেফতার করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।