বগুড়ার কাহালুতে মাদ্রাসা ছাত্রী ধর্ষন মামলায় স্কুল ছাত্র গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু থানা পুলিশ মাদ্রাসা ছাত্রী ধর্ষন মামলায় ৭ম শ্রেণীর স্কুল ছাত্র আহসান হাবিব (১৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আহসান হাবিব কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের পানিসারা গ্রামের কাউসার প্রামানিকের পুত্র। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৩/০৯/১৯ইং তারিখে রাতে কাহালু উপজেলার পানিসারা গ্রামের কাউসার প্রামানিকের পুত্র স্কুল ছাত্র আহসান হাবিব একই গ্রামের মালয়েশিয়া প্রবাসীর কন্যা ৯ম শ্রেনী মাদ্রাসা ছাত্রী জনৈক্য (১৫) এর ঘরে কৌশলে ঢুকে তাকে ধর্ষন করে। এ সময় প্রতিবেশী লোকজন টের পেয়ে এগিয়ে আসলে ধর্ষক আহসান হাবিব পালিয়ে যায়। এ ঘটনা গোপনে ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি মহল চেষ্টা চালায়। পরে ঘটনাটি লোকজনের মধ্যে জানাজানি হওয়ায় এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়। এ ঘটনায় উক্ত ছাত্রীর দাদী রেনু বেগম বাদী হয়ে গত ১৭/০৯/১৯ইং তারিখে কাহালু থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। কাহালু থানার এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় মালঞ্চা বাজার এলাকা থেকে ধর্ষক আহসান হাবিবকে গ্রেফতার করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম জানান, এ মামলায় ভিকটিমকে মেডিকেলে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।