বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া মোটর মালিক গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উৎসব ভাতা প্রদান
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উৎসব ভাতা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে চারমাথা সংগঠনের কার্যালয়ে প্রায় ৭ শত ৩৫ জনের মাঝে ৩ হাজার টাকা করে সর্বমোট ২২লক্ষ ৫ হাজার টাকা ঈদ উৎসব ভাতা প্রদান করা হয়। জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয সাংগাঠনিক সম্পাদক মোঃ আনছার আলী এবং সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।