কাহালুতে স্ত্রীর পরকিয়া প্রেমিক সহ আটক করলেন স্বামী
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়া কাহালুতে স্ত্রীর পরকিয়া প্রেমিক সহ আটক করলেন স্বামী। অতঃপর গনধোলাই দিয়ে পুলিশে সৌর্পদ করলেন গ্রামবাসী। ঘটনার বিবরনে যায় জানা যায়, কাহালু উপজেলা দৃর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম দর্জি পাড়া গ্রামের আব্দুল হালিমের পুত্র আব্দুল হাকিম এর স্ত্রী সাগিরা খাতুন (২২) এর সাথে বেশ কিছু দিন ধরে একই গ্রামের মৃতঃ তমুউদ্দিনের পুত্র সদ্য বিবাহিত ইউসুফ আলী (৩০) এর পরকিয়া সর্ম্পক গড়ে উঠে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে আব্দুল হাকিম দেওগ্রাম বাজারে গেলে তার স্ত্রী সাগিরা খাতুন নিজ ঘরে পরকিয়া প্রেমিক স্বামীর বন্ধু ইউসুফ আলীর সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় আব্দুল হাকিম বাজার থেকে বাড়ী ফিরে ঘরের দরজা বন্ধু দেখে এবং বাহির থেকে অপকর্মের টের পেয়ে ঘরের দরজা বন্ধ করে প্রতিবেশী লোকজনদের খবর দেয়। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী পরকিয়া প্রেমিক ইউসুফ আলীকে গনধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়। রাতে কাহালু থানা পুলিশ সাগিরা খাতুন ও পরকিয়া প্রেমিক ইউসুফ আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।