মায়ের কোলে ফেরা হলো না পাপ্পুর
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : স্থানীয় পোল্ট্রী ফার্মে দিন মজুরের কাজ করতো পাপ্পু হোসেন (১৯)। এতে দিন ভাল যাচ্ছিল না তার। কিছুদিন আগে সে কোন এক সিকিউরিটি কোম্পানীতে কাজ করতে ঢাকায় গিয়ে ছিল। সেখানে বমি ও ডিসেন্ট্রীতে আক্রান্ত হয়ে অসুস্থ শরির নিয়ে বাড়ি ফিরছিল সে।
বুধবার সকাল ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ব্রীজের পূর্বপাশে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের পাশ থেকে পাপ্পুর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পাপ্পু হোসেন জয়পুরহাট সদরের দক্ষিন খাস পাহুন্দা গ্রামের জিল্লুর রহমানের পুত্র।
শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহতের স্বজনেরা জানিয়েছেন মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে পাপ্পু তার মাকে ফোন করে বলে দু’দিন ধরে প্রচন্ড বমি ও পাতলা পায়খানায় অসুস্থ হয়ে পড়েছে। তাই বাড়ি ফিরছে সে। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়দের দেয়া খবর পেয়ে মাদলা ব্রীজের পূর্বপাশে বাইপাস সড়কের পাশ থেকে পাপ্পুর মরদেহ উদ্ধার করা হয়। লাশের শরিরে আঘাতের কোন চিহ্ন নেই। পোস্টমর্টেমের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।