দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় সামাজিক বনায়নের অধীনে বৃক্ষরোপনের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে গত মঙ্গলবার চামরুল ইউনিয়নের কোল স্বরব্দিপুর হতে মোস্তফাপুর পর্যন্ত ৩.৮ কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপনের উদ্বোধন করেন চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী। । এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, কাহালু সামাজিক বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম, উপকারভোগী সদস্য মহালী, মিলন, মহসীন আলী, বাগান মালী আব্দুল জলিল, বাগান প্রহরী শাজাহান আলী, শফিকুল আলম প্রমুখ।