কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাল বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদে ২শ’ ৬১ জন উপকার ভোগীদের মাঝে জুলাই ও আগষ্ট মাসের ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মর্জিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউ পি সচিব জাকির হোসেন, ইউ পি সদস্য আবুল বাশার, আব্দুল মতিন (বাবলা), সিদ্দিক প্রাং, মজিবর রহমান, আব্দুস ছোবাহান (শাহিন), মনজুয়ারা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।