fbpx
খেলাধুলাবগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খবর

বগুড়া সংবাদ ডট কম : ১৬/০৯/২০১৯, সকাল ৯.৩০ মিঃ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেয়িামে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন বগুড়া ও জেরাব ক্রীড়া অফিস, বগুড়ার আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অ-১৭) আজকের ১ম খেলায় শাজাহানপুর বনাম সোনাতলার খেলা গোলশুন্য ভাবে ড্রা হয়। নির্দ্ধারিত সময়ের খেলা শেষে শাজাহানপুর উপজেলা বালিকা দল টাইবেকারে ৪-২ গোলে সোনাতলা উপজেলা বালিকা দল কে পরাজিত করে। ২য় খেলায়- বগুড়া পৌরসভা বালিকা দল ৩-০ গোলে কাহালু উপজেলা বালিকা দলকে পরাজিত করে। দলের পক্ষে গোল করে পারভিন-২টি, ওহিদা-১টি। বিকাল ৩.৩০ মিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অ-১৭) বিকালের ১ম খেলায় শাজাহানপুর উপজেলা বনাম সদর উপজেলা বালক দলের খেলা গোলশুন্য ড্র হওয়ায় ট্রইবেকারে শাজাহানপুর উপজেলা ৪-২ গোলে শেরপুর উপজেলাকে পরাজিত করে। অপর খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ১-০ গোলের কাহালু উপজেলা দলকে পরাজিত করেন। দলের পক্ষে গোল করে আব্দুল মোমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Back to top button
Close