কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে বিদ্যালয়ের সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :কাহালুর পাঁচপীর মাজার বালিকা বিদ্যালয়ে সোমবার সোয়া ১০ টার দিকে ক্লাশ রুমের সিলিং ফ্যান খুলে পড়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী নাছরিন আকতার (১৩) গুরুত্বর আহত হয়। আহত নাছরিনকে দ্রুত উর্দ্ধার করে কাহালু হাসপাতাল ভর্তি করানো হয়েছে। নাছরিন দুর্গাপুর ইউনিয়নের নলঘরিয়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে। অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেলী রানীর সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত শিক্ষার্থীকে আমরা চিকিৎসাজন্য হাসপাতাল ভর্তি করা হয়েছে।