দুপচাঁচিয়ার তালোড়া চৌধুরীপাড়া ঝটিকা সংসদের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চৌধুরীপাড়া ঝটিকা সংসদ এর উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে তালোড়া শহ-এয়তেবাড়িয়া মাদ্রাসা মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পূর্ব আলহালী ইয়াং জেনারেশন সমবায় সমিতি ট্রাইবেকারে ৪-৩ গোলে লালুকা টাইগার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন মন্টু মোল্লা। তাঁকে সহযোগিতা করেন দেলোয়ার হোসেন ও কামাল হোসেন। এ ফুটবল টুর্ণামেন্টে ৮টি টিম অংশ গ্রহন করে। খেলা শেষে এক পুরস্কার বিতরণী সভা ঝটিকা সংসদের সাধারণ সম্পাদক মকবুল হোসেন চৌধুরী লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালোড়া পৌর আ’লীগের সহসভাপতি আব্দুল হাই খন্দকার,দুপচাঁচিয়া পৌর আ’লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল ইসলাম,আ’লীগ নেতা মোজাফ্ফর হোসেন,জাহাঙ্গীর আলম নজু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝটিকা সংসদের সদস্য সৈয়দ আবিদ হাসান,সামিউল ইসলাম বর্ণ, জিসান চৌধুরী, আবির হোসেন, জনি খন্দকার, জিহাদ চৌধুরী,মেরাজুল ইসলামসহ সদস্যগণ। খেলার ধারা ভাষ্য প্রচার করেন আতিকুর রহমান।