বগুড়া সদরের গোকুল ইউনিয়ন ক্রীড়া সংস্থার ধর্মীয় সম্পাদক ক্যান্সারে আক্রান্ত রাঙ্গার সুস্থ্যতা কামনায় দোয়া ও আর্থিক সহায়তা
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :বগুড়া সদরের গোকুল ইউনিয়ন ক্রীড়া সংস্থার ধর্মীয় সম্পাদক রামশহর গ্রামের মৃতঃ ডাঃ সোলায়মান আলীর পুত্র মোকারম হোসেন রাঙ্গা(৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে টিএমএমএস রফাতুল্লাহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তাহার সুস্থ্যতা কামনায় ইউনিয়ন ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার বাদ আছর গোকুল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহান আল্লাহ তায়ালার কাছে তাহার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ তাজুল ইসলাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্রীড়া সংস্থার সভাপতি গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। অন্যানের মধ্য উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আজমল হোসেন দুলাল,আমিনুল ইসলাম মিঠু,দুলাল,মিসফাকুর রহমান উজ্জল, রাখু, সানোয়ার হোসেন, তারেক, বাবুল, আরিফ, বাদল, বাবু, তুহিন, ইউপি সদস্য আলী রেজা তোতন, এমদাদুল হক দুলাল, জাকির হোসেন, সাজেদুল ইসলাম সুজন, নজমল হক মজো সহ স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লীবৃন্দ। দোয়া মাহফিল শেষে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ তাহাকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোজ খবর নেন ও তাহার পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।