fbpx
খেলাধুলাবগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আধীনে ক্রিকেট খেলোয়াড় রেজিষ্ট্রেশন চলছে

বগুড়া সংবাদ ডট কম : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ১ম বিভাগ, ২য় বিভাগ ও ৩য় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণে আগ্রহী ক্রিকেট খেলোয়াড়দের নাম রেজিষ্ট্রেশন চলছে। উক্ত লিগে অংশগ্রহণে আগ্রহী বগুড়া জেলার ক্রিকেটারেদের আগামী ২৫/০৯/২০১৯ ইং তারিখের মধ্যে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার শহীদ চান্দু স্টেডিয়ামস্থ কার্যলয়ে এসে ফরম সংগ্রহ পূর্বক পূরণকরে জমা প্রদান করতে অনুরোধ করা হলো। ফরম এর সহিত ২কপি ছবি (পাসপোর্ট + স্ট্যাম্প), ভোটার আইডি কার্ডের ফটোকপি (নিজের ভোটার আইডি না থাকিলে বাবা অথবা মা’র ভোটার আইডি কার্ডের ফটোকপি) সংযুক্ত করতে হবে। খেলোয়াড়কে অবশ্যই বগুড়া জেলা স্থায়ীবাসিন্দা হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

four × 5 =

Back to top button
Close