‘শেষের কবিতা’ নিয়ে বগুড়া লেখক চক্রের পাঠ পর্যালোচনা
বগুড়া সংবাদ ডট কম : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উপন্যাস ‘শেষের কবিতা’ নিয়ে এক পাঠ পর্যালোচনার আয়োজন করে বগুড়া লেখক চক্র। পাঠ পর্যালোচনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত পাঠ পর্যালোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলীর সঞ্চালনায় পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করেন কবি মতিয়ার রহমান, কথাসাহিত্যিক হোসনে আরা মনি, কবি করিম মোহাম্মদ, আনিস রহমান ও আবু রায়হান। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, গণ-সংযোগ সম্পাদক প্রতত সিদ্দিক, নির্বাহী সদস্য আফসানা জাকিয়া, আমিনুল ইসলাম রনজু, শুভ্রা সাহা, শাহানূর শাহীন, রেজাউল করিম, সজীব মাহমুদ, নাহিদা আকতার, যারীন বুশরা, রেবা প্রমুখ।