সান্তাহারে সওজের উচ্ছেদ অভিযান শুরু
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সান্তাহারে উচ্ছেদ অভিযান শুরু করেছে। শনিবার সকাল ১০ টার দিকে খাড়ির ব্রীজ নামক স্থান থেকে শুরু করা হয়েছে উচ্ছেদ অভিযান। অভিযানের নেতৃত্বে দেন সওজ এর ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ন সচিব) মো: মাহবুবুর রহমান ফারুকী। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, আব্দুল্লা বিন-রশিদ এর উপস্থিতিতে অবৈধ ভাবে দখল করা সওজের জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। বিকাল পাঁচটা পর্যন্ত শহরের পুর্ব ঢাকা রোড পর্যন্ত সড়কের দুই পাশে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদানকারি সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, সান্তাহার খাড়ির ব্রীজ থেকে ঢাকা রোড হয়ে আদমদীঘি, মুরইল পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।