নন্দীগ্রামে ৪৬ টি মন্ডপে বাজবে দুর্গাপূজার ঢাক
বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূর্জা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ প্রতিমার কাঠামো তৈরি করছেন, কেউবা কাঠামোতে মাটি লাগাচ্ছেন। আর এক সপ্তাহ পর শুকানো প্রতিমায় রঙ লাগানোর কাজ শুরু হবে। প্রতিবারের ন্যায় প্রতিটি পূজা মন্ডপের সামনে নানান সাজে নির্মাণ করা হচ্ছে এক একটি গেট। এবার মোট ৪৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২০ টি মন্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে থানা পুলিশ। ২৮ সেপ্টেম্বর (শনিবার) চন্ডি পাঠের মধ্যে দিয়ে দেবীর আগমনী শুভ মহালয়া অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মন্ডপে নিরাপত্তার দিক বিবেচনা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও মন্ডপ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা ও মন্ডপের নিরাপত্তার স্বার্থে যাবতীয় করণীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ও নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন পুলিশ, র্যাব, আনসার, গ্রাম পুলিশ ও পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবীরা দাযিত্ব পালন করবেন। এছাড়াও মন্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা হিসেবে র্যাব ও পুলিশের সদস্যরা নিয়মিত টহলে থাকবে। এ প্রসঙ্গে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র বলেন, আমরা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করে থাকি। তবে হিন্দুধর্মীয় নারী-পুরুষরা ব্যাপক আনন্দ উল্লাস করবে বলে মনে করেন তিনি। থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, এই উপজেলায় ৪৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টি মন্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সর্বদা সতর্ক দৃষ্টি রয়েছে।
আগামী ৫ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৯ অক্টোবর (মঙ্গলবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব।