বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
সিপারের স্ত্রী-পুত্রের সুস্থতা ও দীঘায়ূ কামনা করে ১১নং ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সহধর্মিনী আয়েশা জামান ময়নাসহ সদ্য প্রসূত একমাত্র পুত্র সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের এলাহী মসজিদ, চকলোকমান কলোনী জামে মসজিদ, মাটির মসজিদ, মালতীনগর জামে মসজিদ, এম এস ক্লাব মাঠ মসজিদ, মালতীনগর দক্ষিনপাড়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুম্মা একযোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা করা হয়। জনাব সিপার আল বখতিয়ার মহান রাব্বুল আল আমিনের দরবারে ফরিয়াদ করা সহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, জনাব সিপার আল বখতিয়ার পরপর তিন কন্যার পর একমাত্র পুত্র সন্তানের পিতা হলেন। খবর বিজ্ঞপ্তির।