কাহালু থানার সৌন্দর্য বর্ধন কাজ এর শুভ উদ্বোধন করলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : “প্রতিটি থানা হবে দর্শনীয় স্থান” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় বগুড়ার কাহালু থানার সৌন্দর্য বর্ধন নব-নির্মিত সকল কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার)। মোঃ জিয়া লতিফুল ইসলাম গত ০৫/০৫/১৯ইং তারিখে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার পর বগুড়া পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় তিনি কাহালু থানা ভবনের অবকাঠামো উন্নয়ন, থানার কর্তব্যরত অফিসারের কক্ষের উন্নয়ন, থানা হাজত খানার আধুনিক করণ, থানার নিরাপত্তা নিশ্চিতকল্পে থানা ভবন সহ থানা চত্বর, থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন, থানায় আগত সেবা প্রত্যাশীদের অভ্যর্থনা কক্ষ আধুনিক করণ, থানার নারী ও শিশু হেল্প ডেক্র কক্ষের উন্নয়ন সহ থানার অভ্যন্তরে ফলজ ও বনজ বৃক্ষরোপন, থানা চত্বরে অবস্থিত পুকুরঘাট নির্মাণ, থানার অভ্যন্তরে পাকা ঢালাই রাস্তা নির্মাণ এবং থানার অভ্যন্তরে মধ্যভাগে ব্রিটিশ আমলের স্থাপনা শৈলী পানির উৎস হিসেবে ব্যবহৃত ইন্দিরা (অকার্যকর) সংস্কার সহ থানা গেটে কাহালু পৌরসভার অর্থায়নে পথচারীদের দৃষ্টি নন্দন বসার স্থান নির্মাণের পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বিশেষ ভুমিকা পালন করে আসছেন। ইতিপূর্বে মোঃ জিয়া লতিফুল ইসলাম বগুড়ার শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত থাকাকালে উক্ত থানার সৌন্দর্য বর্ধনের ব্যাপক ভুমিকা রেখেছিলেন যা বিভিন্ন মহলের প্রশংসিত হয়েছে। কাহালু থানার সৌন্দর্য বর্ধন কাজ এর শুভ উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ (লালু), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, রুহুল আমিন তালুকদার বেলাল, আলহাজ্ব আবু তাহের সরদার (হান্নান), কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই রুহুল আমিন, আশিকুর রহমান আশিক, আইয়ুব আলী, মুকুল হোসেন, বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য হ্যাচারীর প্রোপ্রাইটর, জাতীয় স্বর্ণ ও রুপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু থানার এ এস আই জাহাঙ্গীর আলম, ওবাইদুল ইসলাম, আতাউর রহমান, মাসুদ রানা, জহুরুল ইসলাম, জুয়েল, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সভাপতি শাহাদত আলী মন্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। কাহালু থানার সৌন্দর্য বর্ধন উদ্বোধন ও পরিদর্শন শেষে থানা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।