কাহালুতে শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনে দিক নির্দেশনা মূলক প্রস্তুতি সভা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু উপজেলা আসন্ন শারদীয় দূর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনে জন্য পুজা উদ্যাপন পরিষদ কাহালু উপজেলা শাখার আয়োজনে শুক্রবার উপজেলা কেন্দ্রীয় সনাতন মন্দির পাঙ্গনে এক দিক নির্দেশনা মূলক প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুজা উদ্যাপন পরিষদ কাহালু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিজয় চন্দ্র সরকার। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা। পুজা উদ্যাপন পরিষদ কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার প্রামানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সনাতন সংঘের সভাপতি শ্রী সরোজ কুমার দাস,সহ-সভাপতি শ্রী ভূপেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ সরকার, পুজা উদ্যাপন পরিষদ কাহালু উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী রবীন্দ্রনাথ সরকার, অধ্যক্ষ প্রশান্ত পাল, কোষাধ্যক্ষ শ্রী মহাদেব পাল, পৌর শাখার সভাপতি শ্রী রকি মহন্ত প্রমূখ। উক্ত দিক নির্দেশনা মূলক প্রাক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা উদ্যাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক ও উপজেলার ৩৯টি পুজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।