সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহে ৪৫ জন শিক্ষার্থী পুরস্কৃত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগীতায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পান বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার ইসলাম শাওন। কলেজ পর্যায়ে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মুবাশ্বেরা করিম শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কারে পুরস্কৃত হন ।
রোবাবর দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির মধ্যে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয় মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ এবং কলেজ পর্যায়ে সরকারী কমর উদ্দিন ইসলামীয়া কলেজ।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কৃত হন মাধ্যমিক পর্যায়ে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল খন্দকার ফারুক হোসেন। মাদ্রাসা পর্যায়ে পারতেখুর দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম এবং কলেজ পর্যায়ে সরকারী কমর উদ্দিন ইসলামীয়া কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক।
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে পুরস্কৃত হন মাধ্যমিক পর্যায়ে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সহকারী শিক্ষক আজিমুল হক। কারিগরি পর্যায়ে ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান এবং কলেজ পর্যায়ে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের প্রভাষক হাসান উল বারী।
এছাড়া বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আলাউল কবির বাঁধন শ্রেষ্ট স্কাউট, ৯ম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন শ্রেষ্ঠ বিএনসিসি, ৮ম শ্রেণীর ছাত্রী কাজী মাহফুজা তাবাসসুম ¯েœহা শ্রেষ্ঠ গার্ল গাইড, সহকারী শিক্ষক মোফাজ্জেল হোসেন শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, সহকারী শিক্ষক আজিমুল হক শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষকের পুরস্কারে পুরস্কৃত হন।
এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ও শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ হিসেবে পুরস্কৃত হয় বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, একাডেমীক সুপারভাইজার আমিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।