কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালুতে রাজিয়া সুলতানা (৩০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের কোন এক সময়ে বাড়ীতে কেই না থাকায় কাহালু উপজেলার জয়তুল গ্রামে সৌদি আরব প্রবাসী রুবেল এর স্ত্রী রাজিয়া সুলতানা নিজ বাড়ীতে ঘরের বাঁশের তীরের সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এক বছর আগে ২ বছরের ছেলে সন্তান মারা যাওয়ায় এবং ৩ মাস আগে স্বামী বিদেশ চলে যাওয়ায় রাজিয়া সুলতানা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে ছিল। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।