ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনট থানার এসআই মন্তাজ আলী আবারও পুরস্কৃত হলেন
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আবারও পুরস্কৃত হয়েছেন ধুনট থানার এসআই মন্তাজ আলী। বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে আর্থিকভাবে পুরস্কৃত করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। এসআই মন্তাজ আলী ২০১৮ সালের ১লা জুন ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর ধুনট উপজেলায় মাদক ব্যবসায়ী, সেবনকারী, ওয়ারেন্টের আসামী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একারনে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে ৬ বার আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। এসআই মন্তাজ আলী পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা।