বগুড়া র্যাবের অভিযানে এজাহার নামীয় আসামী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম : স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন মুরইল বাজারে অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানার মামলা নং-০৪ তারিখ ০১/১২/১৮ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহার নামীয় আসামী মোঃ মোমিন শেখ (৩৫), পিতা মোঃ লাল মিয়া শেখ, সাং-মুরইল (সোনার পাড়া), থানা-কাহালু, জেলা-বগুড়া’কে গ্রেফতার করে। উল্লেখ্য উক্ত আসামী মোঃ মোমিন শেখ (৩৫) গত ১০/০৮/১৮ ইং তারিখ বগুড়া সদর থানাধীন গোলাগাড়ী গ্রামের পশ্চিম পাশের্^র পাকা রাস্তার সংলগ্ন ঢামা নামক ফাঁকা মাঠে ১। রিপন, পিতা-মোঃ জিকরুল ইসলাম, সাং-গিলাবাড়ী এবং ২। মোঃ সাব্বির হোসেন, পিতা-মোঃ আব্দুর রহমান, পিতা-মৃত আফছার আলী, সাং-দক্ষিন গিলাবাড়ী, উভয় থানা-ইসলামপুর, জেলা-জামালপুরদ্বয়কে পরস্পর যোগসাজসে হত্যা করিয়া লাশ গুম করার অপরাধে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।