বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
নামুজা ইসলামী শিশু একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও অর্থ প্রদান
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বগুড়া সদর উপজেলার নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোশিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান ও আলোচনা সভা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক আবুল কাশেম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অবসর প্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক আলহাজ্ব শামছুল হুদা। এসময় উপস্থিত ছিলেন নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারহোসেন, নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মোশারফ হোসেন, মোঃ আত্তাব আলী সহ অনেকে।