বগুড়া র্যাব এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে বগুড়া সদর থানা এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বগুড়া সংবাদ ডট কমঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌস আরা জেলা প্রশাসন, বগুড়া এর সহযোগিতায় একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর ২৫ ধারা মোতাবেক ০৮ জন ১। মোঃ সম্পদ মন্ডল (২১) , পিতা-মৃত খোকন মন্ডল, সাং-নাটাইপাড়া, ২। মোঃ সামুদুর রহমান শুভ (২১), পিতা-মোঃ মাহমুদুর রহমান বাবলু, সাং-চক ফরিদ কলোনী, ৩। মোঃ খলিল (৩৬), পিতা-মোঃ লতিফ, সাং-কালিতলা কাটনারপাড়া, ৪। মোঃ সিদ্দিক (৫২), পিতা-মৃত ওসমান গনি, সাং-বাদুরতলা, ৫। মোঃ আনিছার রহমান (৪০), পিতা-মৃত বাচ্চু, সাং-মানিকচক, ৬। মোঃ শরিফুল ইসলাম সৈকত (১৮), পিতা-আলহাজ আব্দুল্লাহ আল মামুন, সাং-সূত্রাপুর, ৭। শ্রী রিপন হরিজন (৩১), পিতা-শ্রী স্বপন হরিজন, সাং-চক সূত্রাপুর, সর্ব থানা ও জেলা বগুড়া এবং ৮। মোঃ ময়না হোসেন (২৮), পিতা-মৃত আহমেদ হোসেন বিতলা, সাং-বেজোড়াঘাট, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদের হেফাজত হতে মোট ৫৩ লিঃ চোলাইমদ, ০৮টি মোবাইল এবং ১২টি সীম উদ্ধারপূর্বক প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদীদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয়।