বগুড়ায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জেলা প্রশাসন কার্যাললের সভাকক্ষে ভিডিও কনফারেন্স মাধ্যমে বগুড়া শাজাহানপুর উপজেলার বীরগ্রামে নির্মিত ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন তিনি। কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ৯৩ শতাংশ বাড়িতে এ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। তিনি বিদ্যুৎ ব্যয়ে সকলকে সাশ্রয়ী হতে বলেন। জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার), পাওয়ার ডিভিশনের সাধারণ সম্পাদক রেজাউনুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, টি-জামান-নিকেতাসহ বগুড়ার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।