শাজাহানপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৪৮ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ও দাখিল মাদ্রাসা চত্তরে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার এই চারটি ইভেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুটবল (ছাত্র) ইভেন্টে বনভেটী আনোয়ারা উচ্চ বিদ্যালয়, ফুটবল (ছাত্রী) ইভেন্টে নগর বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল (ছাত্র) এবং (ছাত্রী) উভয় ইভেন্টে ক্যান্টনমেণ্ট বোর্ড হাই স্কুল মাঝিড়া, কাবাডি(ছাত্র) বেজোড়া উচ্চ বিদ্যালয়, কাবাডি (ছাত্রী) এবং সাঁতার (চিত) উভয় ইভেণ্টে সুলতাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
এর আগে গত ৭ সেপ্টম্বর থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের সভাপতিত্বে চুড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ। একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মোতাহার হোসেন মুকুল, প্রধান শিক্ষক মিজানুর রহমান, আব্দুল্লাহ্ আল মোনাইম, কামরুজ্জামান, আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, বাকি বিল্লাহ, ইমাম হোসেন প্রমুখ।