বগুড়া সদরের রায় মাঝিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের ফলক উন্মেচন ও ভিত্তি প্রস্থর স্থাপন
বগুড়া সংবাদ ডট কম (রুবিনা আকতার, বগুড়া) : বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৪র্থ-তলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক আনুষ্ঠানিকভাবে ফলকটি উন্মোচন করেন। অত্র বিদ্যালয়ের সভাপতি ও আ’লীগ নেতা আজহারুল হান্নান রিপুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জহুরুল ইসলাম জিন্নাহ, জহুরুল ইসলাম উজ্জল, খলিলুর রহমান, লুৎফর বারী মিন্টু, নুর মোহাম্মাদ টুটুল, মোঃ শাহীন। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একে এম আবুল কালাম আজাদ, সহঃ শিক্ষক পার্থ সারথী, রফিকুল ইসলাম রঞ্জু, আবু ইমরান, ম্যানেজিং কমিটির সদস্য শাজাহান আলী, মোখলেছার রহমান মজনু, আলমগীর হোসেন নান্নু, মোস্তাফিজুর রহমান হাবিবুর রহমান, মহসিন আলী সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষীকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।