পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র ২৯ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট এলাকার জাতীয় সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.লুৎফুল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মজিবুর রহমান এবং সম্মেলনের কনভেনার আরডিএ বগুড়ার পরিচালক (প্রশাসন)মোঃ আব্দুস সামাদ। সম্মেলনে বিগত ২০১৮-২০১৯ বছরের সম্পাদিত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিকগবেষণা কার্যক্রম পর্যালোচনাসহ ২০১৯-২০২০ বছরের জন্য একাডেমীর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।