দুপচাঁচিয়ায় কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : বগুড়ার দুপচাঁচিয়ায় গত ১০সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যাত্রীবাহী কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুর রহিম(৫৫) নামের ব্যবসায়ী মারা গেছেন। নিহত রহিম কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মৃত কুড়ানো তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সোয়া ১১টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার থানা বাসস্ট্যান্ড মিনি ট্রাক স্ট্যান্ডের সামনে বগুড়াগামী শাহ ফতহে আলী পরিবহন নামের যাত্রীবাহী কোচ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়লে তিনি কোচের চাকার নিচে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘাতক কোচটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।