কাহালু পৌরসভা কর্তৃক বিভিন্ন রাস্তায় অবৈধ ও বৈ-আইনী ভাবে চাঁদা আদায় বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু পৌরসভা কর্তৃক বিভিন্ন রাস্তায় বেটারী চালিত ভ্যান, ইজিবাইক ও রিক্রার গরীব চালকদের নিকট হতে অবৈধ ও বৈ-আইনী ভাবে চাঁদা আদায় বন্ধের জন্য বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন উপজেলা সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। স্মারক লিপিতে উল্লেখ করা হয় বহুদিন যাবত কাহালু পৌরসভা কর্তৃক বিভিন্ন রাস্তায় বেটারী চালিত প্রায় ৫ শত ভ্যান, ইজিবাইক ও রিক্রার গরীব চালকদের নিকট হতে জোরপূর্বক অবৈধ ও বৈ-আইনী ভাবে প্রতিদিন প্রতিটি যানবাহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। প্রতিদিন চাঁদা আদায় হয় ১০ হাজার টাকা, মাসে চাঁদা আদায় হয় ৩ লক্ষ টাকা, তাহলে ১ বৎসরে চাঁদা আদায় হয় ৩৬ লক্ষ টাকা। এই ভাবে দেখা যায় ১ জন চালককে বছরে ৭ হাজার ২ শত টাকা দিতে হয়। যদি কোন চালক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে তাহলে তাকে বিভিন্ন গালিগালাজ ও শরীরিক ভাবে নির্যাতন করা হয়। স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ কাহালু উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি এ্যাডঃ হেলালুর রহমান হেলাল, এ্যাডঃ রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি বেলাল হোসেন, কাহালু উপজেলা সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও উন্নয়ন কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক জামাল উদ্দিন প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিকুল ইসলাম (শফিক), যুগ্ম আহবায়ক খোরশেদ আলম (জেম্স), আওয়ামীলীগনেতা সামছুদ্দোহা রাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মাসুদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সহ চালিত ভ্যান, ইজিবাইক ও রিক্রা চালকবৃন্দ।