আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
৬ নারী, ১ হোটেল ম্যানেজার সহ ৭ খদ্রের গ্রেফতার ।। সান্তাহারের ৩টি আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার ডিবি পুলিশ সান্তাহারে তিনটি আবাসিক হেটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ৬ জন নারী ও একজন হোটেল ম্যানেজারসহ ৭ জন ক্ষদের কে গ্রেফতার করেছে।
জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল শহরের ষ্টেশন এলাকার আবাসিক হোটেল পলাশ, মুন, ও মাসুসিতায় অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ৬ নারী ও এক হোটেল ম্যানেজারসহ ৭ ক্ষদের কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন তানিয়া (২১), রিতু (২১), রিমা (২৫), তামান্না (২৪), মুক্তা (২৫), সাথী (২৩), হোটেল ম্যানেজার বাবু (৩৫), নুরুল (৫০), শহিদ (২২), মিলন (২৮), জাহিদুল (৩৪) আল আলামিন (২৮), সাইফুল (৩৫)।