সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : মরহুম সৈয়দ নজমুল হুদা ও আখতারুন্নেছা স্মৃতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। সহকারী অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে কলেজ হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে মোবাইল ফোনে বক্তব্য দেন মরহুম সৈয়দ নজমুল হুদার মেয়ে জামিল আখতার বীনু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা সম্পাদক ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন, ইতিহাস বিভাগের প্রভাষক শাহজাহান আলী, আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল ,পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মন্ডল ও শিক্ষার্থী আব্দুর রহিম। পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।