নন্দীগ্রামে ট্রাক চাপায় অপর ট্রাকের মালিক নিহত
বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মোঃ এফকে সরকার) : বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছেন অপর ট্রাকের মালিক হায়দার আলী (৪৫)। তিনি পাবনার দাশুড়িয়া গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে।
রবিবার সকাল ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা পেট্টোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১২৮২) সেলিনা পাম্পের সামনে দাড়িয়ে ছিল। ট্রাকের চালক-হেলপার ট্রাকের তাদের আসনে বসে থাকলেও মালিক হায়দার আলী ট্রাকটির পিছনে দাড়িয়ে ছিলেন। এ সময় পিছন থেকে অপর একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো ট-২২-৭৯৯৬) নিয়ন্ত্রন হারিয়ে হায়দার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন দেবদাস বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি আটক করেছে।