শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় ৩ জন অটোটেম্পু যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৩ যাত্রী।
নিহতরা হলেন, বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বিজরুল গ্রামের আব্দুল খালেকের পুত্র কালিশপুনাইল দাখিল মাদ্রাসার সুপার তোফাজ্জল বারী বুলবুল (৪২), একই গ্রামের ওফিজ উদ্দিনের পুত্র শাজাহান আলী (৪৮) এবং কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মনসের আলীর পুত্র চাল ব্যবসায়ী নুরুল ইসলাম (৪৫)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার গোহাইল স্ট্যান্ডের দক্ষিন পাশে এই দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই কাজল কুমার নন্দি জানান, সিএনজি চালিত একটি অটোটেম্পু যাত্রী নিয়ে নন্দিগ্রাম উপজেলার দিকে যাচ্ছিল। এসময় বগুড়াগামী চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটোটেম্পুর উপর উল্টে পড়ে। এতে ট্রাক ও চিনির বস্তার চাপে তোফাজ্জল বারী বুলবুল ও নুরুল ইসলাম নামে ২ জন অটোটেম্পু যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন অপর ৪ যাত্রী। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল ১০ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় শাজাহান আলী নামে একজন মারা যান। দূর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক রয়েছে।